নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (১৮ জালাই) তিনদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর মূখ্য হাকিমের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও)। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর মূখ্য হাকিম নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তাদের বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। ওই মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর মূখ্য হাকিম নাজমিন আক্তার।
এনডিটিভিবিডি/১৮জানুয়ারি/এএ