নিজস্ব প্রতিবেদক:অভিনব কায়দায় ট্রলি ব্যাগে করে গাঁজা পরিবহনের সময় মো. একলাস মীর নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সোমবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব-১০ এর উপ পরিচালক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাতে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ট্রলি ব্যাগে করে অভিনব কায়দায় গাঁজা পরিবহনের সময় ১৩ কেজি গাঁজাসহ মো. মো. একলাস মীরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার দাম তিন লাখ ৯০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত একলাসের বরাত দিয়ে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত একলাস মীর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করতো। পরে ওই মাদকদ্রব্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. একলাস মীর পিরোজপুর জেলার সদর থানার দক্ষিণ নামাজপুর গ্রামের মৃত মোতালেব মীরের ছেলে।
এনডিটিভিবিডি/১৬জানুয়ারি/এএ