ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

অভিনব কায়দায় পাকস্থলীতে পাচার, দুই মাদক চোরাকারবারি গ্রেপ্তার

জানুয়ারী ১৫, ২০২৪
অপরাধ
অভিনব কায়দায় পাকস্থলীতে পাচার, দুই মাদক চোরাকারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পাচারের সময় এক নারীসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময়ে তাদের কাছ থেকে এক হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাসেল (২৬) ও তার সহযোগী মোছা. সানজিদা আক্তার (১৮)। সোমবার র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. শিহাব করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২।    অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পাচারকালে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ১) মোঃ রাসেল (২৬), পিতা- চাঁন মিয়া, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর ও তার সহযোগী ২) মোছাঃ সানজিদা আক্তার (১৮), পিতা- মিজানুর মোল্লা, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ’কে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-২।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দিবাগত সাড়ে ১০ টার সময়  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল শেরেবাংলা নগর থানার পঙ্গু হাসপাতালের সামনে পাঁকা রাস্তার উপর একটি তল্লাশি চৌকি বসায়। ওই তল্লাশি চৌকিতে তল্লাশির সময় একটি যাত্রীবাহী বাসে দুইজন যাত্রীকে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করে যে, পাকস্থলীতে ইয়াবা বহন করছে।
র‌্যাব জানায়, পরে রাসেলকে শেরেবাংলা নগরের স্যার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এক্সরে করা হলে সেখানে খেজুর আকৃতির অনেকগুলো পোটলার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। বিভিন্ন পরীক্ষা করে এসকল পরীক্ষা এবং ডাক্তারের রিপোর্টে গ্রেপ্তারকৃত রাসেলের পাকস্থলীতে খেজুর আকৃতির পলিথিনে মোড়ানো ইয়াবার প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়ার পর রাসেলকে ডাক্তারের তত্ত্বাবধানে তার পেট থেকে ওষুধ দ্বারা পায়ুপথের মাধ্যমে ৩৮ টি প্লাষ্টিক মোড়ানো পোটলা বের করা হয়। প্রতিটি পোটলা খোলা হলে দেখা যায় যে প্রতি ৫০টি করে ইয়াবা আছে। ৩৮ টি পোটলা খুলে মোট এক হাজার ৯০০ ইয়াবা পাওয়া যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়াও গ্রেপ্তারকৃত মোছা. সানজিদা আক্তারকে মহিলা র‌্যাব সদস্য দ্বারা তল্লাশি কালে তার মাথার চুল অস্বাভাবিক উচু দেখা যায়। পরবর্তীতে চুলের খোপার ভিতর হতে একটি খেজুর আকৃতি ক্ষুদ্র পোটলার ভেতর  ৫০ পিস ইয়াবা উদ্বার করা হয়।  তাদের কাছ থেকে মোট এক হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্বার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আসামি রাসেল সীমান্তবর্তী কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে। যাত্রার আগে জুস এবং খাদ্য সামগ্রীর সাথে বিশেষ ভাবে তৈরিকৃত ইয়াবার পোটলা মুখে গ্রহণ করে বিশেষ পন্থায় পাকস্থলীর ভিতর করে ইয়াবা এনে রাজধানীসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. রাসেল ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চাঁন মিয়ার ছেলে ও তার সহযোগী মোছা. সানজিদা আক্তার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মিজানুর মোল্লার মেয়ে।
এনডিটিভিবিডি/১৫জানুয়ারি/এএ