ঢাকা , বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

প্রশাসক বসলো লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে

ফেব্রুয়ারী ০৫, ২০২৫
অর্থনীতি
প্রশাসক বসলো লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে

নিজস্ব প্রতিবেদক : দেশের তাজা খাবার রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ মতিয়ার রহমান প্রশাসক হিসেবে পরবর্তী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে প্রশাসক নিয়োগের এই অফিস আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পদত্যাগ করেছে। অ্যাসোসিয়েশনের চলমান অস্থিরতা, অসন্তোষ ও সমন্বয়হীনতার কারণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখার রাখতে পারছে না।
সেহেতু, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে প্রশাসক নিয়োগ করা হলো।

এনডিটিভিবিডি/০৫ফেব্রুয়ারি/এএ

 

সর্বশেষ সংবাদ