ঢাকা , শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

পূর্ববাংলার মতো লজ্জাহীন জাতি আর বিশ্বে নেই: ড. সলিমুল্লাহ খান

ফেব্রুয়ারী ২৭, ২০২৫
বাংলাদেশ
পূর্ববাংলার মতো লজ্জাহীন জাতি আর বিশ্বে নেই: ড. সলিমুল্লাহ খান

ডেস্ক রিপোর্ট: ঢাকায় ৯৯ শতাংশ প্রতিষ্ঠানের নাম ইংরেজি ভাষায়। নিজের ভাষাকে এত বেশি অবমাননা বাংলাদেশ ছাড়া দ্বিতীয় কোনো জাতি কখনো করেছে কিনা এ বিষয়ে সন্দেহ আছে। বলেছেন  বাংলাদেশী চিন্তাবিদ ও লেখক ড. সলিমুল্লাহ খান।

এ সময় তিনি তাত্ত্বিক, ইতিহাসবিদ বদরুদ্দীন উমরের একটি উদ্ধৃতি টেনে বলেন, বাঙালি বা পূর্ববাংলার মতো লজ্জাহীন জাতি পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ আছে। তাদের ভাষা নিয়ে। 

ড. সলিমুল্লাহ খান বলেন, এই নগরের জন্য জনপ্রশাসন দরকার। যেমন আমাদের জনস্বাস্থ্য, জনশিক্ষা রয়েছে। বারিধারা, গুলশান, বনানি এসব এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের জন্য কোনো জায়গা রাখা হয়নি। বাড়ির প্লটকে রূপান্তরিত করে ইংরেজি মার্কা স্কুল বানানো হচ্ছে। এগুলোর নাম দেখলে বোঝা যায় তারা মাতৃভাষা বাংলা নিয়ে লজ্জিত।’

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ