ঢাকা , শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

রাজধানীতে ৯ দিনের শিশুকে অপহরণের অভিযোগ

ডিসেম্বর ৩০, ২০২৩
অপরাধ
রাজধানীতে ৯ দিনের শিশুকে অপহরণের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর সবুজবাগ থানার বৌদ্ধমন্দিরের কাছে ৯ দিন বয়সী এক শিশু অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। অপহৃত শিশুটির নাম জুনায়েদ।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, রাজারবাগ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে হালিমা তাঁর ৯ দিনের সন্তান জুনায়েদকে নিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হন। হালিমাকে বহনকারী অটোরিকশাটি কদমতলা এলাকায় এলে ওই অটোরিকশায় আরও নারী ওঠেন। এরপর অটোরিকশাটি বৌদ্ধমন্দিরের অদূরে থামার পর হালিমা তাঁর সন্তানকে নিয়ে নেমে যান। ওই অজ্ঞাতনামা নারীও সেখানে নামেন।

প্রলয় কুমার সাহা বলেন, হালিমা পুলিশকে জানিয়েছেন, অটোরিকশা থেকে নামার পর অজ্ঞাতনামা ওই নারী জুনায়েদকে কোলে নেন। এরপর হালিমা কিছু বুঝে ওঠার আগেই ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান। খবর পাওয়ার পর ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অজ্ঞাতনামা নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হালিমার স্বামী পেশায় রিকশাচালক। তাঁরা রাজারবাগ এলাকায় বসবাস করেন। এই দম্পতির চার সন্তান। এ ঘটনায় সবুজবাগ থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।
এনডিটিভিবিডি/৩০ ডিসেম্বর/এএ