ঢাকা , বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫

রেবেকা মনি হত্যা: চট্টগ্রাম আদালতের রায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন

নভেম্বর ০৭, ২০২৪
আইন-আদালত
রেবেকা মনি হত্যা: চট্টগ্রাম আদালতের রায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় রেবেকা সুলতান মনি হত্যা মামলায় মো. নেজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড এবং মো. আবদুল হালিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামি আবু সিদ্দিক রুবেলকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের (৪র্থ অতিরিক্ত) বিচারক সিরাজাম মুনীরা এ রায় দেন বলে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ মে আবদুল হালিমের নির্দেশে নেজাম উদ্দিন মির্দ্দাপাড়া এলাকায় রেবেকাকে শ্বাসরোধে হত্যা করে ফ্ল্যাটে তালাবদ্ধ অবস্থায় রেখে পালিয়ে যান। পরে দুর্গন্ধ বের হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত শেষে ২০২২ সালের ১ আগস্ট তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। আদালতে ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে নেজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং আবদুল হালিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ সমপরিমাণ জরিমানা করা হয়।

রায়ের সময় নেজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন এবং পরোয়ানার ভিত্তিতে তাকে কারাগারে পাঠানো হয়। পলাতক আবদুল হালিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

এনডিটিভি/এলএ