রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় টি এস সি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটের সামনে থেকে অজ্ঞাতনামা (৪৭বছর) বয়সী এক ব্যক্তি ও ঢাকা মেডিকেল কেয়াজুলিটি বিভাগের বারান্দা থেকেঅজ্ঞাতনামা ( ৪০বছর) বয়সী দুই ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ
শনিবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে তিনটার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এস আই)নীল কমল তিনি জানান, আমারা পেয়ে ঘটনাস্থল টিএসসি সংলগ্ন উদ্যানের গেটের সামনে থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরও বলেন, আশেপাশের লোকদের জিজ্ঞেস করলে তারা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু বলতে পারেননা। লোকটির পরনে ছিল লুঙ্গি ও শার্ট আমরা প্রযুক্তির সহায়তার মাধ্যমে তার নাম পরিচয় জানার চেষ্টা করছি। মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাজুলেটি বিভাগের বারান্দা ১০৩ নং ওয়ার্ডের সিড়ির নীচ থেকে অজ্ঞাতনামা(৪০ বছর ) বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সারে ৯ টার দিকে তাকে উদ্ধার করে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, ঢামেক হাসপাতালের পরিছন্নতা কর্মীরা সকলের দিকে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে জরুরী বিভাগে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তিনি আরও বলেন, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল, বিষয়টি শাহাবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
ঢাকা ২৩ ডিসেম্বর। এএ