প্রেস বিজ্ঞপ্তি
আমি সাজেদা বেগম, মো:শফিউল ইসলাম পিতা: মো: জালালা আহাম্মদ. মাতা: আনোয়ারা বেগম। আমি সাজেদা বেগম (৫৫), পিতা- জালাল আহাম্মদ, মাতা আনোয়ারা বেগম, বর্তমান ঠিকানা: বাসা নং ১৪৬৩.এ/ গ্রাম: ঝিলপাড় ইউনিয়ন ওয়ার্ড নং-০১ থানা খিলগাঁও জেলা-ঢাকা।
থানায় এই মর্মে সাধারন ডায়রী করার আবেদন করিতেছি যে, গত ইং তারিখ ২৬/০১/২৪ সময় অনুমান সকাল ১০.০০ ঘটিকায় খিলগাঁও ঝিলপাড় হয়ে আমার পাসপোর্ট উত্তোলনের মূল টোকেনিটি হারিয়ে যায়।
উক্ত হারিয়ে যাওয়া পাসপোর্ট নং- A06868821, USER-V 595, COUNTER- CODE 99410131438, WLBEILE NO-BGDOW71C3123.
কোন সহোদয় ব্যাক্তি যদি পাসপোর্টটি পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মোবাইল নং – ০১৭২৭৫২৫১৬৪।
এনডিটিভি/পিআর