ঢাকা , বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫

সালাম মুর্শেদীসহ বাফুফের ৫ জনকে ফিফার নিষেধাজ্ঞা-জরিমানা

মে ২৩, ২০২৪
অপরাধ
সালাম মুর্শেদীসহ বাফুফের ৫ জনকে ফিফার নিষেধাজ্ঞা-জরিমানা

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীসহ বাফুফের পাঁচজন কর্মকর্তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট মেয়াদে নিষেধাজ্ঞা ও জরিমানা।

ফিফার শাস্তি পাওয়া পাঁচজন হলেন- সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসাইন, অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী এবং প্রকিউটরমেন্ট ও স্টোর অফিসার ইমরুল হাসান।

সালাম মুর্শেদীকে ১০ হাজার সুইস ফ্রা বা ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগেই নিষিদ্ধ হয়েছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। দুবছরের আগের শাস্তির সঙ্গে নতুন করে তিন বছর নিষিদ্ধ হয়েছেন। যোগ হয়েছে আর্থিক দণ্ডও। ২০ হাজার সুইস ফ্রাঁ বা ২৬ লাখ টাকা দিতে হবে তাকে।

সোহাগকে তিন বছর ও সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসাইন ও অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফিফার শাস্তির তালিকায় আছেন প্রকিউটরমেন্ট ও স্টোর অফিসার ইমরুল হাসান।

এনডিটিভি/পিআর