নিজস্ব প্রতিবেদক : কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর। কদিন পর বিদায় নেবে- ২০২৪। আনন্দ-বেদনা, হাসি-কান্নায় বছরটি ভালোই কেটেছে বিনোদন অঙ্গনের। অনেক ঘটনার মাঝে তারকাদের বিয়েও আনন্দ ছড়িয়েছে অনুরাগী-অনুসারীদের মধ্যে। তবে সবাইকে বিস্মিত করেছে অনুপম ও প্রস্মিতার বিয়ে। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম ও প্রস্মিতার বিয়ে ছিল দুই বাংলার সবচেয়ে আলোচিত বিয়ে। বহু অনুরাগীকে বিস্মিত করে বিয়ের ঘোষণা দেন অনুপম। আলোচনার কারণ অনুপমের সাবেক স্ত্রী পিয়াকে বিয়ে করেন অভিনেতা পরমব্রত।
কণ্ঠশিল্পী অনুপম রায় ২০১৫ সালে বিয়ে করেছিলেন পিয়া চক্রবর্তীকে। ৬ বছরের মাথায় তারা আলাদা হয়ে যান। এরপর ২০২৩ সালের নভেম্বরে টালিউড অভিনেতা পরমব্রতকে বিয়ে করেন পিয়া। পরে চলতি বছরের ২ মার্চ প্রস্মিতাকে বিয়ে করেন অনুপম। এছাড়া টালিউডের আরও যেসব তারকা বিয়ে করেছেন যে সম্পর্কে জেনে নেওয়া যাক-
সোহিনী-শোভন:
তাদের বিয়ের আসর বসেছিল কলকাতা থেকে দূরে বাওয়ালি ফার্মহাউসে। গত ১৫ জুলাই জীবনের নতুন যাত্রা শুরু করেন সোহিনী-শোভন। তাদের বিয়ের বছরখানেক আগে বর্ষায় যিশু সেনগুপ্ত রবীন্দ্রসন্ধ্যার আয়োজন করেন। সেখানেই তাদের আলাপ হয়। তারপর মন দেওয়া নেওয়া শুরু। এখন তারা সুখে শান্তি এক ছাদের নিচে বসবাস করছেন।
কাঞ্চন-শ্রীময়ী:
টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে পিঙ্কির অনেক আগেই দূরত্ব তৈরি হয়েছিল। ফলে মনের শূন্যস্থান পূরণ করেন অভিনেত্রী শ্রীময়ী। চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৭ ফেব্রুয়ারি শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান অনুষ্ঠিত হয়েছে। সাতপাকে বাঁধা পড়েন তারা। বিয়ের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এ জুটি। তাদের হানিমুন, নতুন সংসার নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। এর মাঝেই অনুরাগীদের চমকে দিয়ে বিয়ের সাড়ে আট মাসের মাথায় দ্বিতীয়বার বাবা হন কাঞ্চন মল্লিক। শ্রীময়ীর কোল আলো করে আসে কন্যাসন্তান। এখন মেয়েকে নিয়েই কাঞ্চন-শ্রীময়ী মহাসুখে দিন কাটাচ্ছেন।
রূপাঞ্জনা-রাতুল:
সিঙ্গেল মাদার রূপাঞ্জনা। ২০১৭ সাল থেকে ছেলে রিয়ানকে একাই বড় করেছেন। রাতুলও টালিপাড়ার পরিচিত মুখ। শুটিং ফ্লোরেই নাকি দুজনের পরিচয়। তারপর বন্ধুত্ব ও প্রেম। তাদের সম্পর্ক কখনো গোপন রাখার চেষ্টা করেননি রূপাঞ্জনা। গত ১৯ এপ্রিল কলকাতার পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রূপাঞ্জনা ও রাতুল। বিয়েতে রূপাঞ্জনার পরনে ছিল লাল বেনারসি। গলায় গোলাপ ফুলের মালা। বিয়ের আসরে তার ছেলে কোলে বসা ছিল। এটি তার দ্বিতীয় বিয়ে। অন্যদিকে ধুতি-চাদরে বর বেশে ছিলেন রাতুল।
রূপসা-সায়নদীপ:
রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ চলতি বছরের ৩ বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাস যেতে না যেতেই রূপসা সুসংবাদ দেন। এখন অনাগত সন্তানের অপেক্ষায় দিন কাটাচ্ছেন তারা।
আদৃত-কৌশাম্বি:
‘তাদের মিঠাই’ সিরিয়ালের সেটে প্রেম শুরু হয়। তাদের সম্পর্ক নাকি ভাই-বোনের মতো ছিল। ভাইবোন থেকে এখন দুজনে হয়েছেন জীবন সাথি।
এনডিটিভিবিডি/২৭ডিসেম্বর/এএ