ঢাকা , শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

সদস্যপদ নবায়নে বিএনপির ৭ সদস্যের কমিটি গঠন

জানুয়ারী ২৭, ২০২৫
রাজনীতি
সদস্যপদ নবায়নে বিএনপির ৭ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে দলটির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে এবং দলটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, মুহাম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. তারিকুল আলম তেনজিং, মো আবদুস সাত্তার পাটোয়ারীকে সদস্য করা হয়েছে।

গত ২০ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের প্রধান হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি নিজের সদস্যপদ নবায়ন করেন।

এনডিটিভিবিডি/২৭জানুয়ারি/এএ

 

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ