ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

শেখ হাসিনা একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন চান: কাদের

ডিসেম্বর ২৬, ২০২৩
রাজনীতি
শেখ হাসিনা একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন  চান: কাদের

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন নিয়ে আওয়ামী লীগ কোনো ধরনের ‘বদনাম চায় না’ বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেজন্য আওয়ামী লীগের কেউ যেন কোনোভাবে ভোটের পরিবেশ নষ্ট না করে, সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দলের পোলিং এজেন্টদেরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কাদের বলেছেন, “এবারের নির্বাচনটা আমরা খুব ভালোভাবে করতে চাই। নির্বাচন নিয়ে বদনাম নিতে চাই না। শেখ হাসিনা একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন সত্যিকার অর্থে চান। তার ইচ্ছেকে সার্থক করতে হবে। সে ব্যাপারে পোলিং এজেন্টদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।“ 

মঙ্গলবার তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমে কথা বলছিলেন কাদের। নির্বাচনি পরিবেশে যারা বিঘ্ন ঘটাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কর্মশালায় সতর্ক করেন কাদের। তিনি বলেন, দলীয় প্রার্থীদের কেউ বিধি লঙ্ঘন করলে সেক্ষেত্রে ইসি যদি কারো বিরুদ্ধে ‘যৌক্তিক ব্যবস্থা’ নেয়, তাহলে দলের কিছু করার থাকবে না। দলের এমপি ও মন্ত্রীদের হুঁশিয়ার করে কাদের বলেন, " একটা বিষয় দুঃখজনক ও নিন্দনীয় যে দায়িত্বশীল নেতারা দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলেন। এমপি ছিল, মন্ত্রী ছিলেন– এমন লোকেরা এখনো ধমকের সুরে কথা বলেন। এখনো ক্ষমতার দাপট যারা দেখায়, তাদের মুখ বন্ধ করতে হবে। নির্বাচনের উদ্দেশ্যকে আমরা ব্যাহত হতে দিতে পারি না। পরিবেশ বজায় রাখতে হবে।“

কাদের বলেন, "বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রকে সুস্থ ও সুষ্ঠু করবে।“ তিনি বলেন, "রোজ পত্রিকা খুললেই দেখি ধমক দিচ্ছে। কারও বাপ দাদার সম্পত্তি নাকি সংসদীয় এলাকা? এলাকা জনগণের,  জনগণকে ভোট দিতে হবে, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। কিছু লোকের কথাবার্তা শুনলে অবাক লাগে। এরা কিসের জনপ্রতিনিধি? যারা বাজে কথা বলে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

এনডিটিভি/২৬ ডিসেম্বর