ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠনে রাষ্ট্রপতির ‘সম্মতি’

জানুয়ারী ১০, ২০২৪
রাজনীতি
শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠনে রাষ্ট্রপতির ‘সম্মতি’

দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।
“নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে।”
গত তিন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে গেছেন। সেখানে তাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানোর অনুষ্ঠানিকতা সারবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ।
নতুন মন্ত্রিসভার সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন বলে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।