ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিবের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

ডিসেম্বর ২৯, ২০২৩
প্রশাসন
সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিবের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব খন্দকার আব্দুল মুত্তালিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। আর তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।  শুক্রবার সকাল সাড়ে নয়টায় তিনি মারা যান।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫১ বছর। খন্দকার আব্দুল মুত্তালিব সেবা শাখায় কর্মরত ছিলেন। 

আজ বাদ জুমা শেরে বাংলা নগর পাকা মার্কেট জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খন্দকার আব্দুল মুত্তালিবেকে রাজধানীর নিউকলোনী কবরস্থান তালতলাতে দাফন করা হয়। 

এনডিটিভিবিডি/২৯ ডিসেম্বর/এএ