ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সংসদকে অর্থবহ করার জন্য স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রতি আহ্বান: প্রধানমন্ত্রী

জানুয়ারী ২৯, ২০২৪
রাজনীতি
সংসদকে অর্থবহ করার জন্য স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রতি আহ্বান: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশ ও জনগণের কল্যাণে কাজ করে সংসদকে অর্থবহ করার জন্য স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সংসদকে অর্থবহ করুন। আপনারা সরকারের সমালোচনা করতে পারেন। তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের কাজটা হতে হবে দেশ ও জনগণের কল্যাণের জন্য।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার সন্ধ্যায় গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

স্বতন্ত্র সংসদ সদস্যদের সংসদে ভূমিকা রাখার আহবান জানিয়ে সরকারপ্রধান বলেন, সরকারি দলের বাইরে যাঁরা থাকেন, তাঁদের অনেক সুবিধা থাকে। যেকোনো বিলের ওপরই কথা বলার সুযোগ থাকে। এখানে অনেক প্রবীণ সংসদ সদস্য আছেন, তার ওপর সরকার প্রতিবারই সংসদ নির্বাচনের পর ওরিয়েন্টেশন কোর্স করিয়ে থাকে। কাজেই এটাকে (সংসদ) অর্থবহ করা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘আমরা চাই, আপনারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে মানুষের কাছে যা যা ওয়াদা দিয়ে এসেছেন, সেগুলো আপনাদের বাস্তবায়ন করতে হবে। কিন্তু সেখানেও আপনাদের মিতব্যয়ী হতে হবে আর স্বচ্ছতা থাকতে হবে। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রেও যেটা আমাদের দেশের জন্য অর্থবহ, সে ধরনের প্রকল্প গ্রহণ করতে হবে। সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। আর সংসদে আপনারা আপনাদের ভূমিকা নেবেন। আমাদের বলার কিছু নেই। সবাই আমাদের থেকে দূরে গিয়েও আবার ফিরে এসেছেন। সেটাই হচ্ছে বড় কথা। আপনারা সংসদে বসবেন এবং আপনাদের যে দায়িত্ব সেটা পালন করবেন।’

এনডিটিভিবিডি/২৯জানুয়ারি