ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

শ্রদ্ধা-ভালোবাসায় সুপ্রিম কোর্ট থেকে হাসান আরিফের চিরবিদায়

ডিসেম্বর ২১, ২০২৪
আইন-আদালত
শ্রদ্ধা-ভালোবাসায় সুপ্রিম কোর্ট থেকে হাসান আরিফের চিরবিদায়

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে কাজ করে আসা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সবার শোক, ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়েই চিরবিদায় নিলেন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ। প্রিয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাকে বিদায় জানাতে এসেছিলেন দীর্ঘদিনের সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার পর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অন্তর্র্বতী সরকারের এই উপদেষ্টার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ড. কামাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার এসোসিয়েশন) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারক, আইনজীবীসহ অসংখ্য মানুষ। এরপর তৃতীয় নামাজে জানাজার উদ্দেশ্যে তার মরদেহ সচিবালয়ে নিয়ে যাওয়া হয়।

জানাজার পর প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি আদালত প্রাঙ্গণ ছাড়ে। এ সময় জ্যেষ্ঠ এই আইনজীবীর সহকর্মীদের অনেকে ছিলেন অশ্রুসিক্ত।

এছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেখানে উপস্থিত হয়ে উপদেষ্টা হাসান আরিফের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল তার একমাত্র কন্যা ফ্রান্স থেকে বাংলাদেশে এসে শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানানোর পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গতকাল শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

হাসান আরিফ ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি দেশের ১১তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০০১ সালের ১৪ অক্টোবর থেকে ২০০৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

রাজধানীর ধানমন্ডির ৭ নম্বরের বায়তুল আমান মসজিদে গতকাল বাদ এশা হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসান আরিফের মরদেহ তার দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয়। দীর্ঘদিনের সহকর্মী, আইনজীবী, রাজনীতিবিদ ও পরিচিতজনেরা ছুটে আসেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। এরপর ইনার গার্ডেনে জানাজা হয়। জানাজার আগে মরহুমের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ। স্মৃতিচারণা করে বক্তব্য দেন হাসান আরিফের জুনিয়র আইনজীবী আশিক আল জলিল।

হাসান আরিফ সম্পর্কে স্মৃতিচারণা ও বক্তব্য দেওয়ার কার্যক্রম সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।

এনডিটিভিবিডি/২১ডিসেম্বর/এএ