নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবগত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন এ তথ্য।
শায়রুল জানান, আজ (৫ ফেব্রুয়ারি) হাইকোর্ট প্রাঙ্গণে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হওয়ার বিষয়ে অবহিত হওয়ামাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের দ্রুত তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে আহতদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন।
তিনি সার্বক্ষণিক খোঁজ রাখছেন বলেও জানান শায়রুল।
এর আগে পেশাগত দায়িত্ব পালনের সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা করেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (৫ ফেব্রয়ারি) দুপুর ১২টার দিকে পাবনার ঈশ্বরদী এলাকার বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালান। হামলায় গুরুতর আহত এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আখতারকে উদ্ধার করে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এনডিটিভিবিডি/০৫ফেব্রুয়ারি/এএ