ডেস্ক রিপোর্ট: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে। তিনি নিঃসন্দেহে একজন গুণী মানুষ। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন। আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে। প্রশাসনসহ সবকিছুতে সংস্কার দরকার। কিন্তু এ সংস্কারের নামে কালক্ষেপণ, বাদানুবাদ, তর্ক-বিতর্ক চললে হবে না।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী নগরীর নওদাপাড়ায় মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, পতিত আওয়ামী লীগ বলেছিল, জিয়াউর রহমান খাল কেটে কুমির আনবে। খাল কেটে কুমির নয়, খাল কেটে যে চাল উৎপাদন হয়েছে, সেটি বিদেশে রপ্তানি করেছিলেন জিয়াউর রহমান। আর আওয়ামী লীগের ৭২ থেকে ৭৫ ছিল ক্ষুধা, দারিদ্র ও দুর্ভিক্ষের ইতিহাস। এখন আপনাদের (আওয়ামী লীগ) কীর্তিকলাপ ফাঁস হচ্ছে। সত্যকে তো আর ঢেকে রাখা যায় না। এটা প্রকাশিত হবেই।
রিজভী আরও বলেন, শেখ হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। বলেছিলেন, আমরা মানুষকে গণতন্ত্র দিয়েছি। কিন্তু আপনি যে কত নিয়েছেন এটা বলেননি। আপনার সময় মা তার সন্তান বিক্রি করেছে। আপনি মানুষকে ভাতের কথা বলেন? আপনার গণতন্ত্র হচ্ছেÑ ভোটাররা ভোট দিতে পারে না। এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার গণতন্ত্রকে বিশ্বাস করে। দিনের ভোট রাতে হবে এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে — নির্বাচনের সময় বিরোধীদলের সবাইকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা। বিএনপির চেয়ারপার্সনসহ সিনিয়র সব নেতাকর্মীদের জেলে রেখে তিনি সাত জানুয়ারির নির্বাচন করেছেন।
তিনি বলেন, উনি যে গণতন্ত্র দিয়েছিলেন তার নমুনা আমরা দেখেছি। ভোটকেন্দ্রে চতুষ্পদজন্তু বিচরণ করতে। মানুষ বা ভোটাররা সেখানে যাননি। এগুলো তিনি কেন করেছেন? এ বাংলাদেশটা তার কাছে ছিল টাকার খনি। এখান থেকে টাকা উত্তোলন করবেন। সেটা বিদেশে পাচার করে সুখে শান্তিতে থাকবে। আর তার যে ঘনিষ্ঠ ব্যবসায়ী আওয়ামী লীগের নেতারা সেই টাকা দিয়ে দুবাই, কাতার, কানাডা, মালয়েশিয়া, আমেরিকাসহ বিভিন্ন জায়গায় বাড়ি কিনবে, সেখানে পরিবার নিয়ে থাকবেন— এটা ছিল শেখ হাসিনার নীতি। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি।
তিনি আরও বলেন, কত ভয়ংকর দুর্নীতিবাজ ছিল শেখ হাসিনা। আপনি প্রধানমন্ত্রী আপনার নিজস্ব বাড়ি আছে সুধা সাধন। আপনার বোন শেখ রেহেনা, তার বাড়ি আছে ঢাকা শহরে। আপনার ভাগ্নে ববির বাড়ি ঘর আছে ঢাকা শহরে। সরকারের নীতিমালা অনুযায়ী ঢাকার রাজুকে নিজস্ব বাড়ি, ফ্ল্যাট বা কোন আবাসন থাকে তাহলে আপনি আর কোনো সরকারি প্লট আপনি বরাদ্দ পাবেন না। কিন্তু শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা কাজে লাগিয়ে ৬০ কাঠা পূর্বাচলে জমি নিয়েছেন তার ভাগ্নে-ভাগ্নির নামে। প্রত্যেককে ১০ কাঠা করে পেয়েছে। কোনো আইন-কানুন তোয়াক্কা করেনি।
‘শেখ হাসিনা সোনার হরিণ ক্ষমতা ধরে রাখতে কত শিশু বাচ্চাকে হত্যা করেছে। আবু সাঈদের মতো টাটকা তরুণ প্রাণকে হত্যা করেছে। মুগ্ধ যে চিৎকার করে বলেছে ’পানি লাগবে পান‘ তাকে হত্যা করেছে। এত শিশু, এত মাসুমকে হত্যা করে তিনি তার রাজ সিংহাসনে থাকার চেষ্টা করেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনি তার ক্ষমতার রক্ষা করতে শুধু একটি দেশকে সমীহ করতেন। এইজন্য বলেছিলেন আমি ভারতকে যা দিয়েছি, তা কোন দিন ভুলতে পারবে না। উনি কত শক্তিশালী দেশকে গালাগালি করেছেন। ভারত চেয়েছে তাদের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। সেটি হয়নি। তবে এখন এ দেশ কিভাবে চলবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ নেতারা। আলোচনা সভার পরে রুহুল কবির রিজভী দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর তিনি দুপুরে নগরীর গোলজারবাগ ঈদগাহ ময়দান ও গুড়িপাড়ায় শীতবস্ত্র বিতরণ করন।