কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকা-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান ভোট বর্জন করেছেন। রবিবার বেলা সাড়ে তিনটার সময় নবাবচর তার নিজ বাসভবনের সামনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ঢাকা-২ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বেড় করে দেয়া হয়েছে। সকাল থেকে যখন ট্রাক প্রতিকের ভোটের পাল্লা ভাড়ি হয়েছে তখনই কারচুপি শুরু করে দিয়েছে। আমি সেই কারনেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।
এনডিটিভিবিডি/০৭জানুয়ারিিএসআইবিিএএ