ঢাকা , মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

এপ্রিল ২২, ২০২৫
বাংলাদেশ
টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় রফিক নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ৭টার দিকে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রফিক উপজেলা হোয়াইক্যং পশ্চিম মহেশখালীপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি টেকনাফ পাহাড় কেন্দ্রিক ডাকাতি ও অপহরণকারী চক্রের প্রধান বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, আটক মোহাম্মদ রফিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাতদলের প্রধান। তার নেতৃত্বে টেকনাফের পাহাড়ি এলাকায় সক্রিয় একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। বাহিনীটির সদস্যরা মাদকপাচার, অপহরণ ও ডাকাতিসহ নানা অভিযোগ রয়েছে। আটক রফিকের বিরুদ্ধে এসব অভিযোগে দেড় ডজনের বেশি মামলা রয়েছে।

ওসি আরও বলেন, ডাকাত রফিক ও তার গ্রুপের সদস্যরা অবস্থান করার খবর পেয়ে যৌথবাহিনী গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীও গুলি চালায়। এ সময় ৮-১০ জন গুলি করতে করতে পাহাড়ে ভেতরে পালিয়ে গেলেও ডাকাত দলের প্রধান গুলিবিদ্ধ হয়ে আটক হন। তাকে আটক করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।