নিজস্ব প্রতিবেদক : দিলজিৎ দোসাঞ্জ আর ভারতের কোনো কনসার্টে গান গাইবেন না। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে এমন কথা শোনা যাচ্ছে। একটি সূত্রে জানা যাচ্ছে, ভারতে তার ঘরানার অনুষ্ঠান করার মতো ব্যবস্থা নাকি ভারতে নেই। অন্য একটি সূত্র বলছে, পরে নাকি দিলজিৎ নিজেই জানিয়েছেন, ভারতে অনুষ্ঠান না করার সিদ্ধান্ত বিষয়ে যা শোনা যাচ্ছে, তা গুজব।
দিলজিৎ যতই অস্বীকার করুন, এর আগে তিনিই পাঞ্জাবি ভাষায় বলেছিলেন, ‘আমাদের এখানে লাইভ অনুষ্ঠানের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই। অথচ এটিই শিল্পীদের আয়ের অন্যতম প্রধান উপায়। এবং অনেক লোকের রুটিরুজি এ অনুষ্ঠানের উপর নির্ভর করে।’ এ কারণে তিনি বলেন, ‘পরেরবার চেষ্টা করব, যাতে মঞ্চের চারপাশে দর্শকরা পৌঁছতে পারেন। এ ব্যবস্থা না করে ওঠা পর্যন্ত আমি ভারতে আর কোনো অনুষ্ঠান করব না।’
শুধু এ বিষয় নিয়েই দিলজিৎ সমালোচিত হননি। সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবের ইংরেজি বানান ভুল লিখেও কটাক্ষের শিকার হয়েছিলেন এ তিনি। দিলজিৎ অবশ্য এ নিয়েও তার অবস্থান পরিষ্কার করেছেন।
দিলজিৎ তার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে তিনি জানান, ‘তিনি যদি পাঞ্জাব লেখার পরে জাতীয় পতাকার ছবি না দেন, তা হলেও লোকে ষড়যন্ত্রের গন্ধ পায়। একইভাবে বেঙ্গালুরু সম্পর্কে লিখতে গিয়েও পাঞ্জাবের কথা উল্লেখ করতে হয়। নইলে বিপত্তি। আর আমি যে বানানই লিখি না, পাঞ্জাব বদলাবে না।’ পাশাপাশি তার পাল্টা কটাক্ষ, ‘আমি জানি, তোমরা থামবে না। বলতেই থাকবে, খুঁজতেই থাকবে। তারপরেও বলব, আমি নিজের দেশকে প্রচণ্ড ভালোবাসি।’ আসছে ১৯ ডিসেম্বর মুম্বাইয়ে দিলজিতের পরে শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনডিটিভিবিডি/১৭ডিসেম্বর/এএ