ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ভোট ঠেকাতে বিএনপির বহুমুখী কৌশল

ডিসেম্বর ২৫, ২০২৩
রাজনীতি
ভোট ঠেকাতে বিএনপির বহুমুখী কৌশল
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে সরকার বিরোধী আন্দোলন করছে বিএনপি। এখন তাদের চাওয়া, ভোটে জনগণের অংশগ্রহণ রোধ করা। এজন্য বহুমুখী কৌশলে মাঠে নেমেছে দলটি। তবে আওয়ামী লীগ যথারীতি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।
বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দলের হাইকমান্ড অসহযোগ কর্মসূচীর জন্য প্রস্তুতি নিয়েছে। যেখানে বিভিন্ন পেশাজীবী সম্প্রদায়কে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে।
এরই অংশ হিসেবে বুধবার থেকে অসহযোগ আন্দোলনের জন্য লিফলেট বিতরণ শুরু করে বিএনপি নেতারা। রবিবার থেকে জনসাধারণের সমন্বয়ের সঙ্গে কর্মসূচি দেওয়া হবে। আগামী ১ জানুয়ারি থেকে পরিস্থিতির আরও অনুকূলে রাখার প্রচেষ্টা চলছে বলেও জানায় ওই সূত্র। নেতাকর্মীরা কারাগারে থাকলেও নির্বাচন বয়কটের চলমান আন্দোলনের পাশাপাশি অন্য কর্মসূচিও ফলপ্রসূ হবে বলে মনে করছেন বিএনপির সিনিয়র নেতারা।

এনডিটিভি/ঢাকা -২৫ ডিসেম্বর।