ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ডিসেম্বর ২৯, ২০২৩
অপরাধ
ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
 নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়া বাইপাইল এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

তারা হলেন- নাদিম হোসেন (২৭) ও আজিজুল হক (৩৪)। তাদের দুজনের গ্রামের বাড়ি বগুড়া জেলায়। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।  তিনি জানান, ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।  

র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা বেশকিছু দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে আসছিল। এরপর তারা ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করত। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এনডিটিভি/২৭ ডিসেম্বর