নিজস্ব প্রতিবেদক:হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি বাবুল’কে গ্রেপ্তার করেছে র্যাব-১০। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকালে র্যাব-১০ এর উপপরিচালক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে র্যাব-১০ ও র্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. বাবুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বরাত দিয়ে র্যাব জানায়, বাবুল হাওলাদার ঝালকাঠি অতিরিক্ত দায়রা জজ আদালত, ঝালকাঠি এর জিআর নম্বর-১৩/২০০৩ (নল), সেশন নম্বর-৩০/২০০৭, ধারা-৩০২/৩৪ পেলাল কোড ১৮৮৬; হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি। তিনি ওই মামলা হওয়ার পর পুলিশের কাছে গ্রেপ্তার হয়। পরবর্তীতে আদালত থেকে জামিনে বের হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. বাবুল হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি থানার ভেরনবাড়ীয়া গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।
এনডিটিভিবিডি/১৭জানুয়ারি/এএ