নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে বলে মন্দির কমিটির দাবি।
চুরির ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেছে একটি যুবককে মন্দির থেকে মুকুট ছিনিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।
জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে মন্দিরে একটি মানতের অন্নপ্রাশনের পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে চাবি দিয়ে বাড়িতে যান। এসময় মন্দির প্রাঙ্গণে রেখা সরকারসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটে।
সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার জানান, দুপুরে একটি অন্নপ্রাশনের পূজা শেষ করে পুরোহিত মন্দিরের চাবি আমার কাছে দিয়ে বাড়িতে চলে যান। এরপর আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য অসাবধানবশত মন্দিরের দরজা খোলা রেখে পাশের টিউবওয়ে বাসনপত্র ধুতে যাই। পরে সেখান থেকে ১ থেকে ২ মিনিট পরে এসে দেখি মায়ের মাথার মুকুটটি নাই। পরে আমি মন্দিরে থাকা সবাইকে সেটি জানাই।
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, ‘যশোরেশ্বরী মন্দিরে প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে চুরির সঙ্গে সম্পৃক্তকে শনাক্তের চেষ্টা চলছে।’
এনডিটিভিবিডি/১১অক্টোবর/এএ