নিজস্ব প্রতিবেদক : মাত্র ৫০ টাকায় পাওয়া যাবে ব্যাগ ভরপুর সবজি। তাও আবার সাত রকমের। দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ডেইলি শপিংয়ে পাওয়া যাবে এই প্যাকেজ।
স্টক থাকা সাপেক্ষে শুধু কাল শুক্রবার (২৪ জানুয়ারি) ডেইলি শপিংয়ের আউটলেটগুলোতে এই প্যাকেজ পাওয়া যাবে।
৫০ টাকার এই প্যাকেজে থাকবে এক কেজি মুলা, ৫০০ গ্রাম শিম, ২৫০ গ্রাম আলু, ২৫০ গ্রাম টমেটো, ২০০ গ্রাম কাঁচামরিচ, এক আঁটি লালশাক ও একটি ফুলকপি।
শাকসবজি পৃথকভাবে নিলেও অফারের ব্যবস্থা রয়েছে। যেমন এক কেজি মুলার দাম পড়বে মাত্র এক টাকা। ধুমধারাক্কা সবজিতে রয়েছে ছক্কা অফার। ৫০০ গ্রাম শালগম ও এক আঁটি লালশাকের দাম পড়বে মাত্র ছয় টাকা করে। ৫০০ গ্রাম শিমের দাম পড়বে আট টাকা। নতুন আলু দুই কেজি কিনলে দাম ২২ টাকা কেজি।
এছাড়া প্রতি কেজি শসার দাম ২৯ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, টমেটো ৩৬ টাকা, দেশি মুরিকাটা পেঁয়াজ ৫০ টাকা, তাল বেগুন ৪৯ টাকা ও সবুজ ক্যাপসিকাম ১১০ টাকা। প্রতি পিস বাঁধাকপির দাম ১৮ টাকা, ফুলকপি ২৪ টাকা, ব্রকলি ২৬ টাকা ও লাউ ৪৪ টাকা।
৭১৯ টাকায় গরুর মাংস
সরাসরি খামার থেকে থেকে সংগ্রহ করা গরুর মাংসের কেজি পড়বে ৭১৯ টাকায়। তবে এই অফার ঢাকার উত্তরা-১৮ ও সাভার আউটলেট ছাড়া ঢাকা ও কুমিল্লার আউটলেটগুলোর জন্য। উত্তরা-১৮ ও সাভার আউটলেটে এক কেজি গরুর মাংসের দাম পড়বে ৭৬০ টাকা। চট্টগ্রামে এর দাম দাঁড়াবে ৭৯০ টাকা কেজি।
এক হাজার ১৩০ টাকা কেজি খাসির মাংসের দাম পড়বে এক হাজার ৭৯ টাকা। চামড়াসহ এক কেজি বেইজিং হাঁসের দাম ৫২৫ টাকা ও চামড়াসহ এক কেজি দেশি হাঁসের দাম ৬৮০ টাকা কেজি। জীবিত সোনালিকা মুরগির কেজি পড়বে ৩৩৯ টাকা।
১৬০ টাকায় আলু গোস্ত কম্বো
১৬০ টাকায় পাওয়া যাবে আলু গোস্ত কম্বো। এই প্যাকেজে পাওয়া যাবে ২০০ গ্রাম গরুর মাংস, ১০০ গ্রাম আলু ও ২০ গ্রাম প্রাণ গরুর মাংসের মসলা।
২৯৯ টাকায় ইলিশ পোলাও ভরপুর কম্বো
২৯৯ টাকায় ইলিশ পোলাও খেতে পারবেন। এই প্যাকেজে থাকবে ৩০০ গ্রাম ওজনের একটি আস্ত ইলিশ ও ২০০ গ্রাম প্রাণ চিনিগুঁড়া চাল। এর সঙ্গে বিনা মূল্যে পাবেন ৮০ মিলি প্রাণ সরিষার তেল।
নানা পদের মাছে অফার
ইলিশের স্বাদ নিতে পারবেন ২৪৯ টাকায়। ৩০০+ গ্রাম ওজনের একটি ইলিশ কিনতে পারবেন এই টাকায়। এক থেকে দেড় কেজি ওজনের রুই মাছের কেজি পড়বে ২৫৫ টাকায়। দুই থেকে তিন কেজি ওজনের রুই মাছের কেজি ৩৭৫ টাকা। দুই থেকে তিন কেজি ওজনের কাতল মাছের কেজি ২৯৯ টাকা।
লাল পোয়া পাবেন ৪২৯ টাকা কেজিতে। কেজিতে পাবেন তিন থেকে সাত পিস। এক থেকে দেড় কেজি ওজনের কোরালের কেজি পাবেন ৬৪৯ টাকায়। আট থেকে দশ পিসের রূপচাঁদার কেজি পড়বে ৯৪৯ টাকা। এক কেজি হাওড় মিক্স মাছের দাম পড়বে ৩৬৯ টাকা। দুই থেকে তিন কেজি সাইজের পাঙাশ মাছের কেজি ১৯৫ টাকা।
এ ছাড়া প্রতি কেজি পাবদা ৩৫৯ টাকা, গলদা চিংড়ি ৭৯৯ টাকা, শোল ৬৯৯ টাকা, তেলাপিয়া ১৬৯ টাকা ও আইড় ৭৯৯ টাকা।
৩০ পিস ডিম কিনলে প্রতিটির দাম পড়বে ১১ টাকা। দুই কেজি ওজনের প্রাণ আটা ও ময়দা এবং ৫০০ গ্রাম ওজনের প্রাণ সুজি কিনলে ১৫ টাকা ছাড় পাওয়া যাবে।
এনডিটিভিবিডি/২৩জানুয়ারি/এএ