ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আ. লীগের কর্মসূচি মোকাবিলায় বাঁশের লাঠি প্রস্তুত রাখা হয়েছে

নভেম্বর ১০, ২০২৪
রাজনীতি
আ. লীগের কর্মসূচি মোকাবিলায় বাঁশের লাঠি প্রস্তুত রাখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বাঁশের লাঠি প্রস্তুত রাখা হয়েছে। 

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আবদুল হান্নান মাসুদ বলেন, ভারতে ফ্যাসিবাদের দালাল শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি সেখানে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছেন। বারবার ফোন দিয়ে দিয়ে এই দেশকে অস্থিতিশীল করার জন্য এদেশের মানুষকে ক্ষেপিয়ে তোলা হচ্ছে। সন্ত্রাসী বাহিনীকে রাস্তায় নামানোর জন্য বারবার উস্কে দিচ্ছে সে দেশের (ভারতের) মাটিকে ব্যবহার করে । 

আবদুল হান্নান মাসুদ বলেন, আগামীকাল নাকি ফ্যাসিস্টের দোসরেরা, সন্ত্রাসীরা আগামীকাল নাকি ঢাকার রাস্তায় নামবে। শুনেছি ঢাকা শহরের প্রতিটি ফ্ল্যাটে ফ্ল্যাটে, বস্তির প্রতিটি ঘরে ঘরে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি হলের রুমে রুমে  তারা বাঁশের লাঠি প্রস্তুত রাখা হয়েছে। দেখি কার কি সাহস। বাঁশের লাঠি প্রস্তুত করো বাংলাদেশ স্বাধীন করো এই স্লোগান ৭১ সালে মুক্তিযোদ্ধাদের ছিল। এখন আমাদের তরুণ প্রজন্মের স্লোগান 'বাঁশের লাঠি প্রস্তুত কর, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়'। 

তিনি বলেন, ২৪ এ তরুণদের আমরা বলেছি জীবন দাও, গুলির সামনে দাঁড়াও। তাহলে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বো। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটাবো, আমরা নতুন সংবিধান রচনা করবো। তাদেরকে বলেছি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবো। সেই পঁচে গলে যাওয়া রাজনৈতিক বন্দোবস্ত ছুড়ে ফেলে দিবো। আমরা কথা বলায় শহীদ রিজভী, শহীদ রিটন জীবন দিয়েছে, হাজার লোকজীবন দিয়েছে । সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের মোকাবিলা করবে সেই প্রতিশ্রুতি করবো করবোই।

সামাজিক সংগঠন চন্দ্রকলি ফাউন্ডেশনের আয়োজনে জলবায়ু সংকটাপন্ন এলাকায় বৈষম্যহীন শিক্ষার অধিকার সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক  ড. মো. কামাল উদ্দিন, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডেপুটি অ্যাসাইনমেন্ট এডিটর মোহাম্মদ মোরতাজা হাসান, চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্যাহ প্রমুখ। 

 

এনডিটিভি/এলএ