ঢাকা , মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আচরণবিধি লঙ্ঘনে চন্দনাইশের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরীর প্রার্থিতা বাতিল

মে ২৬, ২০২৪
বাংলাদেশ
আচরণবিধি লঙ্ঘনে চন্দনাইশের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরীর প্রার্থিতা বাতিল

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম জেলার চন্দনাইশে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রার্থিতা বাতিল করা হয়েছে পাবনার ঈশ্বরদীর চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের। এই দুইজন তৃতীয় ধাপের ২৯ মে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

রবিবার (২৬ মে) রাজধানীর নির্বাচন ভবনে এই প্রার্থীদের শুনানি শেষে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন সচিব জাহাংগীর আলম। 

জাহাংগীর আলম বলেন, আজকে দু’জন  চেয়ারম্যান প্রার্থীর কাছে ব্যাখ্যা তলব করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলার চান্দনাইশ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী (ঘোড়া প্রতীক) তিনি উপস্থিত হন। তিনি অভিযোগের দফা অনুযায়ী জবাব দিয়েছেন। কমিশনও তা শুনেছে। শেষে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

অন্যদিকে পাবনার ঈশ্বরদীর চেয়ারম্যান প্রার্থী মো. এমদাদুল হক। তিনি প্রতীক বরাদ্দের দিন আচরণবিধি ভঙ্গ করেন। তার জবাবে সন্তুষ্ট না হওয়ায় তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির ওপর ভোট বাতিলের সিদ্ধান্ত নির্ভর করবে জানিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ে যোগাযোগ রাখছি। ঝড় এখনও আঘাত হানেনি। আঘাত হানার পর সিদ্ধান্ত হবে। 

গত ১৩ মে চট্টগ্রাম নির্বাচনী কার্যালয়ে চন্দনাইশ উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় দলবল নিয়ে হাজির হয়ে নির্বাচনে ১০০ লাশ ফেলে জিতবেন বলে হুমকি দেন আবু আহমেদ চৌধুরী। এ বিষয় নিয়ে পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় রিটার্নিং কর্মকর্তা।

এনডিটিভি/পিআর