ঢাকা , বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান তোলার রেকর্ড জিম্বাবুয়ের

ডিসেম্বর ২৮, ২০২৪
খেলাধুলা
আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান তোলার রেকর্ড জিম্বাবুয়ের

নিজস্ব প্রতিবেদক : বড় সংগ্রহ তোলার ইঙ্গিতটা আগের দিনই দিয়ে রেখেছিল জিম্বাবুয়ে। তবে নিজেদের ক্রিকেটে নতুন ইতিহাস করে ফেলবে এটা হয়তো অনেকের ধারণাতেই ছিল না। শেষ পর্যন্ত অবিশ্বাস্য কাজটি করে দেখালো জিম্বাবুয়ে। বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তুললো আফ্রিকার দেশটি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তারা থেমেছে ৫৮৬ রানে।

এর আগে ২০০১ সালে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটে ৫৬৩ রান করেছিল জিম্বাবুয়ে। আজকের দিনের আগ পর্যন্ত এটিই ছিল টেস্ট ক্রিকেটে তাদের সর্বোচ্চ রান তোলার রেকর্ড।

তিন সেঞ্চুরিতে ইতিহাস গড়া ইনিংসটি খেলেছে জিম্বাবুয়ে। সেঞ্চুরি হাঁকিয়েছেন শন উইলিয়ামস, ক্রেইগ এরভাইন ও ব্রায়ান বেনেট।

১৭৪ বলে ১৫৪ রান করেন উইলিয়ামস। দেড় শতাধিক রানের ইনিংস খেলার পথে ১০টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান তিনি। ১৭৬ বলে ১০৪ রান ক্রেইগ এরভাইন। কোন ছক্কা না হাঁকিয়ে ১০টি চারের মার বেরিয়ে আসে তার ব্যাট থেকে।

ব্রায়ান বেনেট খেলেন ১২৪ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস। তিনি ব্যাটিং করেছেন আক্রমণাত্মক স্টাইলে। ৫ চারের সঙ্গে হাঁকান ৪টি ছক্কা।

এর আগে প্রথম দিনে অভিষেকে নেমেই ৭৪ বলে ৬৮ রান দুর্দান্ত ইনিংস খেলেন বেন কারেন। তাকুদজওয়ানাশে কাইতানোর অবদান ১১৫ বলে ৪৬ রানের। এছাড়া অন্যদের ছোট ছোট ইনিংসের সহায়তায় ১৩৫.২ ওভার ব্যাটিং করে ৫৮৬ রান তোলে জিম্বাবুয়ে।

জবাবে ৩০ ওভার ব্যাট করে ২ উইকেটে ৯৫ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান। ৬ বলে ৩ রান করে আউট হন সিদিকুল্লাহ আতাল। ৫৫ বলে ২৩ রান করে সাজঘরে ফেরত যান আব্দুল মালিক।

৪৯ রান নিয়ে উইকেটে আছেন রহমত শাহ। ১৬ রান নিয়ে অপরাজিত আছেন হাসমত উল্লাহ শহীদি। আফগানিস্তান এখনো ৪৯১ রানে পিছিয়ে আছে।

এনডিটিভিবিডি/২৭ডিসেম্বর/এএ