স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দিনের শুরুতে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় বাংলাদেশ। প্রথম ঘণ্টায় ফিরিয়ে দিয়েছে জিম্বাবুয়ের টপ অর্ডারের তিন ব্যাটারকে। দুই ওপেনারকে বিদায় করেছেন গতিময় পেসার নাহিদ রানা। অন্য উইকেটটি নিয়েছেন হাসান মাহমুদ। মধ্যাহ্নভোজ বিরতির আগমুহূর্তে ক্রেইগ আরভিনকে বিদায় করেন নাহিদ। শন উইলিয়ামসের সঙ্গে তার জুটিটি ছিল ৪১ রানের।
মধ্যাহ্নভোজ বিরতিতে যাওয়ার আগে জিম্বাবুয়ের রান চার উইকেটে ১৩৩। শন উইলিয়ামস ৫৭ বলে ৩৩ ও ওয়েসলি মাধেভেরে তিন বলে চার রানে ব্যাটিং করছেন। এখনও ৫৮ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।
৮৮ রানে তিন উইকেট পড়ার পর প্রতিরোধ গড়ে তোলেন শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিন। দুজন মিলে ৯০ বলে ৪১ রানের জুটি গড়েন। এই জুটিও ভাঙেন নাহিদ রানা। তার গুড লেংথের লাফিয়ে ওঠা বল না খেলে ছেড়ে দিতে চেয়েছিলেন আরভিন। ব্যাট সরিয়েও যেন সরাতে পারেননি তিনি। জিম্বাবুয়ে অধিনায়কের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক জাকের আলী অনিকের গ্লাভসে চলে যায় বল।
শুরুতে আবেদনের পর অবশ্য আউটটি দেননি আম্পায়ার। পরবর্তীতে বাংলাদেশ রিভিউ নিলে ইতিবাচক সাড়া পায় বাংলাদেশ। বল ব্যাটের কানায় লাগায় ফিরতে হয় আরভিনকে। এ দিন ৩৯ বলে আট রান আসে আরভিনের ব্যাটে। ১২৯ রানে চতুর্থ উইকেট হারায় জিম্বাবুয়ে।
বেন কারান ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি ব্রায়ান বেনেট। তবে হাফ সেঞ্চুরির পর তুলনামূলক আগ্রাসী ভঙ্গিতে খেলা এই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে ফের স্বস্তি এনে দেন নাহিদ রানা। তার পঞ্চম স্টাম্প তাক করা গুড লেংথের বলে স্কয়ার বরাবর কাট করতে গিয়ে বলের গতির কাছে পরাস্ত হন বেনেট। বলটি তার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক জাকের আলী অনিকের গ্লাভসে চলে যায়।'
ফেরার আগে ৬৪ বলে ৫৭ রান করেন বেনেট। দশটি চারে সাজানো ছিল বেনেটের ইনিংস। ৮৮ রানে বেনেট ফেরার পর তৃতীয় উইকেটটিও হারায় জিম্বাবুয়ে। নাহিদের সেই ওভারের পরের ওভারে ১২ বলে দুই রান করা নিক ওয়েলচকে দারুণ এক গুড লেংথের ইনসুইংয়ে বোল্ড করেন হাসান মাহমুদ। বলটি ওয়েলচের ব্যাট-প্যাডের মাঝ দিয়ে অফ স্টাম্প উড়িয়ে দেয়।
২৪.৫ ওভারে দলীয় শতক পূর্ণ করে জিম্বাবুয়ে।
ম্যাচে ফিরতে হলে দিনের শুরুটা ভালো করতে হতো বাংলাদেশের। ব্রেক থ্রু পেতে বেশি দেরি হয়নি টাইগারদের। নাহিদ রানার কল্যাণে শুরুটা ভালোই করেছে টাইগাররা। দিনের তৃতীয় ওভারে বেন কারেনকে ফিরিয়েছেন এই পেসার। তার বাউন্সারে শর্ট লেগে মুমিনুল হককে ক্যাচ দিয়ে ফিরেছেন কারান। ফেরার আগে করেছেন ৫৫ বলে ১৮ রান। ওপেনিং জুটিতে দলটি তুলেছে ৬৯ রান।
এদিকে টেস্ট ক্রিকেটে মুমিনুলের এটি ৪১তম ক্যাচ। যা বাংলাদেশের সর্বোচ্চ। এত দিন ৪০ ক্যাচ নিয়ে শীর্ষে ছিলেন মেহেদী হাসান মিরাজ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দ্বিতীয় দিন। প্রথম দিনে মাত্র ১৯১ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে করে বিনা উইকেটে ৬৮ রান। দ্বিতীয় দিন ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে খেলা শুরু করেছে বাংলাদেশ।