ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আইফোনের জন্য খালা ও ভাইকে খুন

অক্টোবর ৩১, ২০২৪
বাংলাদেশ
আইফোনের জন্য খালা ও ভাইকে খুন

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে নিয়ে খালা ও খালাত ভাইকে খুন করেছে এক মাদ্রাসা শিক্ষার্থী। পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে নিজেই বিষয়টি স্বীকার করেছে কিশোর।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, পার্টি করার জন্য টাকা সংগ্রহ করতে ওই শিক্ষার্থী খালার বাড়ি থেকে আইফোন, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির পরিকল্পনা করেছিল। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার ভোরে সে বন্ধুকে সঙ্গে নিয়ে চুরি করতে যায়। কিন্তু এ সময় ঘুম ভেঙে যায় খালাত ভাই মিনহাজের। ধস্তাধস্তির একপর্যায়ে রান্নাঘর থেকে বঁটি এনে খালা ও ফরিদা বেগম ও ভাই মিনহাজকে কুপিয়ে হত্যা করে সে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভার থেকে অভিযুক্ত মাদ্রাসাছাত্রকে আটক করা হয়। পুলিশ সুপার জানান, আটক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত তার বন্ধুকে ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের হাছননগরে একটি ভাড়া বাসা থেকে ফরিদা বেগম ও মিনহাজুল ইসলাম নামের মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। কাজের বুয়া সকালে কাজ করতে গিয়ে বাড়ির মূল ফটক খোলা পেয়ে বাসার ভেতরে গিয়ে লাশ দেখে আশপাশের লোকজনকে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

এনডিটিভি/এলএ