ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আমু গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

নভেম্বর ০৬, ২০২৪
রাজনীতি
আমু গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর গ্রেপ্তার হওয়ায় তার নির্বাচনী এলাকা ঝালকাঠিতে আনন্দ মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা। পরে তারা মিষ্টি বিতরণ করেন। 

বুধবার (৬ নভেম্বর) বিকেলে আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।

বিএনপি নেতারা বলেন, সাবেক এমপি আমির হোসেন আমুর তার নেতৃত্বে সন্ত্রাসীবাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর অনেক অত্যাচার, মামলা-হামলা করিয়েছেন। তিনি অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের সন্ত্রাসীদের গডফাদার গ্রেপ্তারে ঝালকাঠিবাসী সন্তুষ্ট। ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ফাঁসির দাবি জানাই। ঝালকাঠিতে আমু সন্ত্রাসী রাজত্ব্য কায়েম করেছিলেন। তার দোসরা এখনো গ্রেপ্তার হয়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। আমরা আমুর দোসরদেরও গ্রেপ্তারের দাবি করছি।

এদিকে আমু গ্রেপ্তারের খবর শুনে খুশি নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আলম অপু নামে এক আওয়ামী লীগ নেতা তার ফেইসবুক আইডিতে একটি পোস্ট দেন। তাতে তিনি লিখেছেন, আমার একসময়কার রাজনৈতিক নেতা আজ গ্রেপ্তার। ভালো লাগছে। আমাকে ডিজিটাল নিরাপত্তা আইনে জেল খাটিয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার এবং তার সন্ত্রাসী বাহিনী দিয়ে শারীরিক মানসিক নির্যাতন করেছে। আজ তার জেল জীবন কেমন হবে আল্লাহ তায়ালা তার বিচার যেন করেন।

নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ফিরোজও ফেইসবুক আইডিতে একটি পোস্ট দেন। তিনি লেখেন, আমার নেতা গ্রেপ্তার! কি আনন্দ যে লাগছে তা বোঝাতে পারবো না।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম তুহিন ও শ্রমিক দলের আহ্বায়ক টিপু সুলতান, জেলা বিএনপি সদস্য মিজানুর রহমান মুবিনসহ আরও অনেকে।

 

এনডিটিভি/এলএ