ঢাকা , বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

আপনাদের আপত্তি কোথায়? ভোটকে ভয় পান কেন: মির্জা আব্বাস

মার্চ ১২, ২০২৫
রাজনীতি
আপনাদের আপত্তি কোথায়? ভোটকে ভয় পান কেন: মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি এখন জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় দুই বছর ধরে এই কর্মসূচি নিয়ে কাজ চলছে, যা প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৩ জুলাই ২০২৩ সালে জাতির সামনে উপস্থাপন করেন। তিনি বলেন, "আমাদের নেতাকর্মীরা এই ৩১ দফা সম্পর্কে অবগত হয়েছেন, এটাকে বাস্তবায়নের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছেন।"

তিনি আরও বলেন, "সরকার এখন সংস্কারের কথা বলছে, কিন্তু আমি এমন কোনো সংস্কারের প্রস্তাব পাইনি যা বিএনপির ৩১ দফার বাইরে। তাহলে কেন এত বিলম্ব? কেন এখনই নির্বাচন দেওয়া হচ্ছে না?"

নির্বাচন বিলম্বিত করার কোনো অজুহাত থাকতে পারে না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, "যদি নির্বাচন দিতেই হয়, তাহলে এখনই দিন। ডিসেম্বর পর্যন্ত সময়ক্ষেপণ করে লাভ কী?" তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, "যেটা আপনি আগামীকাল করবেন, সেটা আজকেই কেন করবেন না?"

তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "ভোটে আসেন, জনগণ যদি আপনাদের নির্বাচিত করে, তাহলে আপনাদের আপত্তি কোথায়? ভোটকে ভয় পান কেন?"

বিএনপির আন্দোলনে নেতাকর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, "৫ আগস্ট ও ৫ জুলাইয়ের আন্দোলনে বিএনপির ৪২২ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। অন্য দলগুলোর কজন নেতাকর্মী প্রাণ দিয়েছেন? যারা বড় বড় কথা বলেন, তারা একবার বুকে হাত দিয়ে বলুন।"

বিএনপির দলে দুষ্কৃতিকারীদের স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, দরজা-জানালা খুলে রাখতে হবে, যাতে পরিচ্ছন্ন বাতাস আসতে পারে। কিন্তু দরজা খোলা থাকলে কিছু পোকামাকড়ও ঢুকে যায়, তাদের চিহ্নিত করে বের করে দিতে হবে। বিএনপিতে কোনো চাঁদাবাজ, দুষ্কৃতিকারী বা অপকর্মকারীর জায়গা নেই এবং ভবিষ্যতেও থাকবে না।"

সরকারের উদ্দেশে তিনি বলেন, "যদি জনগণের মন থেকে উঠে যান, তাহলে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। সাবধান হয়ে যান।"

বিএনপি জনগণের পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রমাণ করেছিলেন, জনগণের আসল বন্ধু বিএনপি। ১৯৭১ সালে যখন অনেকে দেশ ছেড়ে পালিয়েছিলেন, তখন তিনি বাংলাদেশের মাটিতে থেকেই যুদ্ধ করেছিলেন।"