ডেস্ক রিপোর্ট: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে স্থানীয়দের বিক্ষোভের মুখে একটি মাঠের জরিপ কার্য পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ মে) জরিপ কাজ শুরু হলে এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, জরিপ কার্য সম্পাদন করতে পারেনি বিএসএফ ও বাংলাদেশের যৌথ দল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন স্থানীয়রা। এটি দখলের পায়তারা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী মাঠটি ভারত পেয়েছে। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনাও হয়। এর এক পর্যায়ে, আজ সকাল এগারোটার দিকে বিএসএফ ও বিজিবি, বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার ১২৭৮- ৭৯ পিলারের মধ্যবর্তী স্থানটিতে জরিপ করতে যান।
এসময়, সীমান্তবর্তী বাংলাদদেশিরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিএসএফ আসলে বাংলাদেশি সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ দলটিকে বাধা দেয়। এসময় ঘটনাস্থল ত্যাগ করে যৌথ জরিপ দল।
বিজিবি জানায় ‘বিএসএফ ও বিজিবির নিয়মিত যৌথ সীমান্ত জরিপ চলাকালীন সময়ে এই মাঠটি যে ভারতের অংশ তা সাধারণ মানুষ বুঝতে পারেননি। তারা ধরে নিয়েছেন যে মাঠটি ভারত নিয়ে যাচ্ছে, এ কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।’ পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যৌথ জরিপ দল পরবর্তীতে জরিপ কার্য পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।