ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আশিস বিদ্যার্থীকে বিশেষ উপহার স্ত্রী রূপালির

Jun ১৩, ২০২৪
বিনোদন
আশিস বিদ্যার্থীকে বিশেষ উপহার স্ত্রী রূপালির

বিনোদন ডেস্ক: অভিনেতা আশিষ বিদ্যার্থী গত বছর ব্যবসায়ী রুপালি বড়ুয়ার সঙ্গে ২য় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এ বছর তার প্রথম জামাইষষ্ঠী।
বিশেষ এই দিনে স্বামীকে সাদা-কালো রঙের নতুন জামা কিনে দিয়েছেন রূপালি। আর সেই সঙ্গেই দিয়েছেন পিচ রঙের শর্টস। নিজেও রং মিলিয়ে পোশাক বেছেছেন।

ভারতীয় গণমাধ্যমকে আশিস জানিয়েছেন, তিনি আর স্ত্রী রূপালি সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন। তাদের বিশেষ অনুষ্ঠান ‘রেনিং স্মাইল’ নিয়ে। কন্যাকুমারী থেকে শুরু করেছেন এখন কেরালাতে রয়েছেন।
বয়সের কারণে দুটো খাবার তার জীবনে নিষিদ্ধ। এ বিষয়ে তিনি বলেন, ‘বিশেষ দিনগুলোয় বৌ ছাড় দেয়। আজ যেমন দিয়েছে। আমরা দু’জনে আমাদের মতো করে পালন করছি। ১৬ জুন আমরা আসবো কলকাতায়। আমাদের দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে দেখা যাবে।’
উল্লেখ্য, গত বছরের মে মাসে কলকাতার এক ক্লাবে ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন আশিস-রূপালি। এর আগে অভিনেতা বিয়ে করেছিলেন অভিনেত্রী পিলু বিদ্যার্থীকে। দুজনের এক ছেলে রয়েছে। নাম অর্থ।

দ্বিতীয় বিয়ে করার জন্য ট্রোল হতে হয়েছিল প্রবীণ অভিনেতাকে। তবে তা নিয়ে মাথা না ঘামিয়ে তিনি এখন জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে ব্যস্ত।
এনডিটিভিবিডি/১৩জুন/এএ