আসন্ন ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (নারী-পুরুষ) পদে ১৬ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান পদে আনোয়ারুল ইসলাম (মোটরসাইকেল), কাজীবুল ইসলাম (আনারস), মোফাজ্জল হোসেন (ঘোড়া), শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী (কাপ পিরিচ) প্রতীক পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১০ জন প্রার্থীর মধ্যে মহেন্দ্র পাহান (মাইক), রামলাল সরদার (টিয়াপাখি), মাহমুদুল হাসান খোকন (বই), তৈয়ব আলী (পালকী), খোরশেদ আলম (চশমা), মোহাম্মদ আলী (উড়োজাহাজ), মাইমুল ইসলাম শাহ্ (বাল্প), মোজাম্মেল হক (তালা), মাসুম বিল্লাহ্ (টিউবয়েল) এবং আবু মুছা (গ্যাস সিলিন্ডার) প্রতীক পেয়েছেন। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মমতাজ বেগম (হাঁস), নাসিমা বেগম (সেলাইমেশিন), অনামিকা সুইটি (ফুটবল), রেহেনা বেগম (ফ্যান), শরিফা বেগম (পদ্মফুল) ও নিলুফা ইয়াসমীন (কলস) প্রতীক পেয়েছেন বলে জানা গেছে।
নওগাঁ।