ঢাকা , রবিবার, এপ্রিল ২০, ২০২৫

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মিলল যুবকের মরদেহ

ডিসেম্বর ২৩, ২০২৪
বাংলাদেশ
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মিলল যুবকের মরদেহ

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) নেভাল বার্থ-৬ এর পেছনে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অবশ্য নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। যুবকের পরনে নীল রঙের জিন্স প্যান্ট, হাফ হাতা জ্যাকেট এবং গোল গলা গেঞ্জি ছিল।

তিনি আরও বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। তবে তার জিহ্বা বের করা এবং শরীরের চামড়া ওঠে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

এনডিটিভি/এলএ