নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে ‘সাধারণ ছাত্র ও জনতার কার্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে দলটির কেন্দ্রীয় অফিসে গিয়ে এ চিত্র দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতা আলমগীর হোসেন বলেন, গতকাল (বুধবার) বিকালে কয়েকজন এই ব্যানার লাগিয়েছে।
তবে তারা কে বা কারা, সে পরিচয় নিশ্চিত করা যায়নি।
এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ থেকে পালান টানা চারবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখা হাসিনা। এরপরই বিক্ষুব্ধ ছাত্রজনতা আওয়ামী লীগের এই অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এনডিটিভিবিডি/০৮আগস্ট/এএ