ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বাকপ্রতিবন্ধী সোনালীর পরিবারকে খুঁজছে পুলিশ

জানুয়ারী ১১, ২০২৪
বাংলাদেশ
বাকপ্রতিবন্ধী সোনালীর পরিবারকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ২৬ বছরের বাকপ্রতিবন্ধী সোনালী আক্তারের পরিবার সম্পর্কে তথ্য চাইছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তেজগাঁও থানা। সোনালীকে বর্তমানে ডিএমপির উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনে নিরাপদ হেফাজতে রয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, গত ৪ জানুয়ারি বিকাল তিনটার সময় তেজগাঁও থানার তেজকুনি পাড়া  রাজা মিয়ার গলিতে একজন ২৫/২৬ বছরের বাক প্রতিবন্ধী নারী কান্না কাটি করতে থাকে। তখন তাকে একজন পথচারী তার নাম ঠিকানা জানতে চাইলে ওই নারীটি কথা বলতে পারে না শুধুই কান্না করে। পরবর্তীতে জনৈক পথচারী নিকটস্থ তেজগাঁও  থানায় নারীটিকে নিয়ে যায়। আর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশে  নারী পুলিশের মাধ্যমে হারানো নারীটিকে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনে নিরাপদ হেফাজতে রেখে যায়।  
পুলিশের ভাষ্য, ডিভিশনের ডিউটিরত নারী পুলিশ সদস্যরা  হারানো নারীর নাম ঠিকানা জানতে চাইলে নারীটি কথা বলতে পারে না তবে একটি কাগজে  তার নাম সোনালী লিখে জানায়। এখন পর্যন্ত হারানো নারীটির  পরিবারের সাথে যোগাযোগ করার মত কোন তথ্য পাওয়া যায় নি। বর্তমানে হারানো বাক প্রতিবন্ধী নারীটি ডিএমপি ঢাকার উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ভিকটিম সাপোর্ট সেন্টারে হেফাজতে রয়েছে।
ওই হারানো নারীটির  পূর্ণাঙ্গ পরিচয় সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন।


যোগাযোগ: ০১৩২০০৪২০৮৫/০১৩২০০৪২০৫৫।
এনডিটিভিবিডি/১১জানুয়ারি/এএ