ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বেক্সিমকোর তিন কোম্পানিতে বিশেষ নিরীক্ষা

ডিসেম্বর ১১, ২০২৪
অর্থনীতি
বেক্সিমকোর তিন কোম্পানিতে বিশেষ নিরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানির আর্থিক প্রতিবেদনের বিশেষ নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানি তিনটি হলো- বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএসইসির ৯৩৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি জানিয়েছে, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডের গত ৫ বছরের আর্থিক প্রতিবেদনের ওপর এই নিরীক্ষা পরিচালনা করা হবে।

বেক্সিমকো গ্রুপের এই তিন কোম্পানির শেয়ার নিয়ে বাজারে ব্যাপক কারসাজি করার অভিযোগ রয়েছে। কোম্পানি তিনটির মালিকপক্ষ এই কারসাজির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগে রয়েছে।

এনডিটিভিবিডি/১১ডিসেম্বর/এএ