ঢাকা , শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

বিচার ব্যতীত যারা শুধু ‘নির্বাচন, নির্বাচন’ করে, তাদের চোখ শুধুমাত্র ক্ষমতার দিকে: সারজিস

এপ্রিল ২৪, ২০২৫
বাংলাদেশ
বিচার ব্যতীত যারা শুধু ‘নির্বাচন, নির্বাচন’ করে, তাদের চোখ শুধুমাত্র ক্ষমতার দিকে: সারজিস

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা (লেজিটিমেসি) হচ্ছে হাজারের অধিক শহীদের জীবন এবং তাদের রক্ত। বিচার ব্যতীত যারা শুধু ‘নির্বাচন, নির্বাচন’ করে, তাদের চোখ ওই রক্তের ওপর নয়, তাদের চোখ ওই জীবনের দিকে নয়—তাদের চোখ শুধুমাত্র ক্ষমতার দিকে।

বুধবার (২৩ এপ্রিল) উত্তরায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ক্ষমতার দিকে যাদের চোখ ছিল, যাদের কাছে জনগণের জীবন ও রক্তের চেয়ে ক্ষমতা বড় ছিল, তাদের কি অবস্থা হয়েছে—খুনি হাসিনার দিকে তাকালেই তা বোঝা যায়। আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে খুনি হাসিনা যে স্বৈরাচার তৈরি করেছে, যে সিস্টেমটা তৈরি করেছে, এদের সামগ্রিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করা শুধুমাত্র ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার সবচেয়ে বড় লক্ষণ।

তিনি আরও বলেন, স্বৈরাচার কখনো একা স্বৈরাচার হয়ে উঠতে পারে না। হাসিনা কখনো একা ‘খুনি হাসিনা’ হয়ে উঠেনি। যারা এই হাসিনাকে ‘খুনি হাসিনা’ হয়ে উঠতে সহযোগিতা করেছে, তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে না।

সূত্রঃ https://youtu.be/hsrhbIQWuOc?si=YMAnWGom4N12tKUL

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ