ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই একসঙ্গে ধরা দিলেন মালাইকা-অর্জুন!

Jul ২৬, ২০২৪
বিনোদন
বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই একসঙ্গে ধরা দিলেন মালাইকা-অর্জুন!

বিনোদন ডেস্ক : মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন ধরে। দীর্ঘ পাঁচ বছর একসঙ্গে থাকার পরে নাকি তাদের সম্পর্কে ভাঙনের সুর বেজে উঠেছে। যদিও এ তারকা জুটি এ বিষয়ে মুখ খোলেননি। এ সব জল্পনার মাঝেই মালাইকা ও অর্জুনকে একসঙ্গে বিমানবন্দরে আজ শুক্রবার (২৬ জুলাই)।

মালাইকা-অর্জুন গাড়ি থেকে নেমে মুম্বাই বিমানবন্দরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ছবি শিকারিদের ক্যামেরা বন্দি হন। এ সময় তার পরনে ছিল নীল রঙের কোট ও সাদা প্যান্ট, চোখে ছিল রোদচশমা। এর কিছুক্ষণ পরেই বিমানবন্দরে এসে পৌঁছান অর্জুন কাপুর। তার পরনে ছিল কালো টিশার্ট ও কালো প্যান্ট।

তারা দুজনে একসঙ্গে প্রবেশ না করলেও নেটিজেনরা এ ছবি দেখে মনে করছেন, সম্পর্ক পুনরায় স্থাপন করতে মালাইকা-অর্জুন কোথাও যাচ্ছেন। আর এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

মালাইকা-অর্জুনের সম্পর্কের মাঝে কি কারণে দূরত্ব তৈরি হয়েছিল, তা এখনো জানা যায়নি। তারাও নিজেরা বিচ্ছেদ নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করেননি। এদিকে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে অর্জুন কাপুরকে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। মালাইকা সেসময় দেশের বাইরে ছুটি কাটাতে গিয়েছিলেন। তার সেই ভ্রমণ নিয়েও গুঞ্জন ছড়িয়ে পড়ে- অন্য এক পুরুষের সঙ্গে নাকি তিনি ছুটি কাটাচ্ছেন মালাইকা। বিচ্ছেদ গুঞ্জনের মাঝে মালাইকা-অর্জুনের এক ঘনিষ্ঠজন জানিয়েছিলেন, তারা নিজেদের মধ্যে সৌজন্য সম্পর্ক বজায় রাখবেন।
এনডিটিভিবিডি/২৬জুলাই/এএ