শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি'র রাজপথের আন্দোলনে পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে স্বৈরাচারের দোসরদের নিয়ে বিএনপি'র সার্চ কমিটি গঠনের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবূশ করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল '২৫) বিকাল সাড়ে ৫টায় শহরের নিউমার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ইটাগাছা হাটের মোড় এলাকায় গিয়ে সমাবেশ মিলিত হয়।
সমাবেশে বক্তব্যে রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও পৌর বিএনপি'র সাবেক আহবায়ক মোঃ শের আলী, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, পৌর বিএনপি'র সাবেক যুগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন রাজুসহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় অভিযোগ করে বলেন, বিএনপি'র সার্চ কমিটিতে যাদের অন্তরভূক্ত করা হয়েছে তাদের অনেকেরেই গত ৫ আগষ্টের আগে আন্দোলন সংগ্রামে তাদের খুঁজে পাওয়া যায়নি। এমনকি গত ১৭ বছরও তারা বিএনপি'র কোন কর্মসুচিতে ছিলেন না। আওয়ামীলীগের দোসর, চোরাকারবারী ও বিগত দিন বিএনপি'র আন্দোলন সংগ্রামে যাদের কোন ভূমিকা ছিল না তাদের নিয়েই এই সার্চ কমিটি গঠন করা হয়েছে। বক্তারা এসময় অবিলম্বে এই সার্চ কমিটি বাতিলের জোর দাবি জানান।