ঢাকা , বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

বিসিবি থেকে পদচ্যুত হলেন পাপনসহ ১১ পরিচালক

অক্টোবর ৩০, ২০২৪
খেলাধুলা
বিসিবি থেকে পদচ্যুত হলেন পাপনসহ ১১ পরিচালক

স্পোর্টস ডেস্ক: জোর গুঞ্জন ছিল, বিনা নোটিশে টানা তিন বোর্ড মিটিংয়ে অনুপস্থিতির কারণে পদ হারাতে যাচ্ছেন পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন পরিচালক। এ নিয়ে কথা-বার্তাও হয়েছে বিস্তর। দেখার বিষয় ছিল- কারা বিসিবিতে না এসে কোনো সভায় যোগ না দিয়ে পরিচালক পদ হারান। অবশেষে পদচ্যুত হলেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবি পরিচালনা পর্ষদের ১১ পরিচালক।

বুধবার (৩০ অক্টোবর) বিসিবি পরিচালক পর্ষদের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বিসিবির সাবেক প্রধান পাপনকে বোর্ড পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পদ হারানো বাকি ১০ জন হলেন- আ জ ম নাসির, শেখ সোহেল, মঞ্জুর কাদের, আহমেদ নজিব, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সফিউল আলম চৌধুরী নাদেল, তানভির আহমেদ টিটু, ওবায়েদ নিজাম ও গাজী গোলাম মোর্তজা পাপ্পা।

অন্যদিকে তিন সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজ ও জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবং নাইমুর রহমান দুর্জয়ের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

 

এনডিটিভি/এলএ