নিজস্ব প্রতিবেদক : টেস্ট ক্রিকেটে মাত্র ২৭ রানে অলআউট হয়ে যাওয়া বিব্রতকর। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ঘটনার মুখোমুখি হতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। কিংস্টন টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। কিন্তু অজি পেসার মিচেল স্টার্ক মাত্র ৯ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের বিব্রতকর এক স্মৃতি উপহার দেন।
অস্ট্রেলিয়ার কাছে এমন অসহায় আত্মসমর্পণ মানতেই পারছেন না দলটির অধিনায়ক রস্টন চেজ। তিনি এটাকে হৃদয়বিদারক এবং লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা খুব হতাশাজনক। আমরা বারবার এমন অবস্থায় যাচ্ছি, যেখানে ম্যাচ জেতার সুযোগ থাকে। কিন্তু ব্যাটিংয়ে শেষ ইনিংসে যেন হাল ছেড়ে দিচ্ছি, লড়াই করতে পারছি না। এটা খুবই হৃদয়বিদারক। কারণ, আমার মনে হয় আমরা তিনটি টেস্টেই একই কাজ করেছি। এবং আমাদের ভুলগুলো থেকে আমরা কিছুই শিখছি না। এদিকে আমাদের নজর দিতে হবে।’
চেজ এমন অসহায় আত্মসমর্পণের পেছনে উইকেটের ভূমিকাও দেখছেন, তবে কোনোভাবেই বিষয়টা হজম করতে পারছেন না। তার ভাষায়, ‘৩০ রানের নিচে অলআউট হওয়া অবশ্যই খুব লজ্জাজনক। তবে আমি মনে করি উইকেট খুব কঠিন ছিল। আমি বলব না যে পুরোপুরি বোলারদের পক্ষে ছিল, কিন্তু ব্যাটিং করা সত্যিই কঠিন ছিল। এটা সম্ভবত আমার খেলা প্রথম সিরিজ, যেখানে দুই দলের কেউই সেঞ্চুরি করতে পারেনি।’
স্টার্কের বোলিং তোপে সাত ব্যাটার তো রানের খাতাই খুলতে পারেননি। দুই অঙ্ক ছুঁতে পারা একমাত্র ব্যাটার জাস্টিন গ্রিভস করেন ১১ রান। এমন অভাবনীয় ব্যাটিং ধসে মাত্র ১৪.৩ ওভারেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। এর মাধ্যমে তিন ম্যাচ সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বিজয়ের আনন্দে ভাসে অস্ট্রেলিয়া।
এনডিটিভিবিডি/১৫জুলাই/এএ