ঢাকা , বুধবার, জুলাই ১৬, ২০২৫

১৭ বছরের সংসার ভাঙার পর কেমন আছেন অভিনেত্রী

Jul ১৫, ২০২৫
বিনোদন
১৭ বছরের সংসার ভাঙার পর কেমন আছেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক : ক্যাশ ওয়ারেনের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্কের অবসান ঘটার পর নতুন করে নিজেকে গুছিয়ে নিচ্ছেন হলিউড অভিনেত্রী জেসিকা আলবা। বিচ্ছেদের পর আবারও সিঙ্গেল জীবনে ফিরেছেন তিনি। সেই জীবনকে আপাতত বেশ উপভোগই করছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র।

পাশাপাশি তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন নতুন সিনেমা ‘দ্য মার্ক’র শুটিংয়ের প্রস্তুতিতে। সেখানে তার সহশিল্পী অরল্যান্ডো ব্লুম।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে আলবা আনুষ্ঠানিকভাবে ওয়ারেনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকেই ধীরে ধীরে নিজেকে সময় দিতে শুরু করেছেন তিনি। পিপল ম্যাগাজিনকে দেওয়া এক্সক্লুসিভ তথ্যে জানা গেছে, বিচ্ছেদের পর থেকে জেসিকার প্রতি অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। এটা তার ভালো লাগছে। তিনি সত্যিই সিঙ্গেল জীবন উপভোগ করছেন। কাজে নিয়মিত হচ্ছেন।

সূত্র আরও জানায়, তিনি কিছু ডেটে গিয়েছেন ঠিকই কিন্তু এখনই কোনো সিরিয়াস সম্পর্কে জড়াতে আগ্রহী নন। আপাতত ক্যারিয়ার ও সন্তানদের দিকেই মনোযোগ দিচ্ছেন তিনি।

২০০৮ সাল থেকে একসঙ্গে থাকছেন জেসিকা ও ক্যাশ ওয়ারেন। তাদের তিন সন্তান রয়েছে। তারা হলেন ১৬ বছর বয়সী অনার, ১৩ বছরের হ্যাভেন এবং ৭ বছর বয়সী হেইস। তিনি ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি বিচ্ছেদের আবেদন করেন এবং উল্লেখ করেন, তাদের বিচ্ছেদ হয়েছে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর। আবেদনে তিনি যৌথভাবে সন্তানদের হেফাজতের আবেদন জানান এবং নিজের নাম পুনরায় ‘জেসিকা ম্যারি আলবা’ হিসেবে ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেন।

ডিভোর্স ফাইল করার আগে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দেন জেসিকা আলবা। সেখানে তিনি লেখেন, ‘নিজেকে ঘিরে এবং ক্যাশের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমি অনেক বছর ধরেই আত্ম-অন্বেষণ এবং পরিবর্তনের এক যাত্রায় আছি। গত ২০ বছরে আমরা একসঙ্গে যেভাবে বেড়ে উঠেছি সেটি নিয়ে আমি গর্বিত। এখন সময় এসেছে আলাদাভাবে নিজেদের নতুন অধ্যায় শুরু করার।’

এনডিটিভিবিডি/১৫জুলাই/এএ