ঢাকা , বুধবার, জুলাই ১৬, ২০২৫

নতুন সিনেমায় শাকিব

Jul ১৫, ২০২৫
বিনোদন
নতুন সিনেমায় শাকিব

নিজস্ব প্রতিবেদক : মেগাস্টার শাকিব খান ২০২৬-এর ঈদুল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। তবে নাম এখনো ঠিক হয়নি। কিছুদিন আগে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই সিনেমাটির চুক্তি সই করেছেন শাকিব।

শাকিবের নতুন ছবিটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নাম লেখালেন। মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, সিনেমাটি হবে অ্যাকশন ফিল্ম, যেটি দর্শক লার্জার দ্যান লাইফ হিসেবে বিগ স্ক্রিনে দেখতে পাবেন। সবেমাত্র শাকিবের সঙ্গে চুক্তি করা হয়েছে। সিনেমার অন্যান্য চরিত্রে কোন অভিনেতা অথবা কোন অভিনেত্রী থাকবেন এগুলো পরে জানানো হবে। নতুন সিনেমাটি প্রসঙ্গে বিস্তারিত কিছুই জানাতে চাননি সিনেমাটির নির্মাতা। এ প্রসঙ্গে আবু হায়াত মাহমুদ বলেন, এখনই কিছু বলতে চাচ্ছি না। সবেমাত্র শাকিব ভাইকে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ করিয়েছি। শুধু বলব, এটা একটা অ্যাকশন ফিল্ম হবে; যেটি দর্শক লার্জার দ্যান লাইফ হিসেবে বিগ স্ক্রিনে দেখতে পাবেন।

এনডিটিভিবিডি/১৫জুলাই/এএ