ঢাকা , শনিবার, জুলাই ২৭, ২০২৪

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কে কার মুখোমুখি, খেলাগুলো দেখবেন যেভাবে

মে ২৮, ২০২৪
খেলাধুলা
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কে কার মুখোমুখি, খেলাগুলো দেখবেন যেভাবে

বিশ্বকাপের মূল আসর শুরু না হলেও ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় ২ জুন থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। তার আগে দলগুলো মাঠে নামবে প্রস্তুতি ম্যাচে। টাইগাররা প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতকে। প্রথম প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার (২৮ মে) মাঠে নামবে শান্ত-সাকিবরা।

বাংলাদেশ দুইটি প্রস্তুতি ম্যাচ খেললেও অনেক দল খেলবে কেবল একটি মাত্র ম্যাচ। গত আসরের সেমিফাইনালিস্ট ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে একটি। আবার দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রস্তুতি ম্যাচে কোনো প্রতিপক্ষের বিপক্ষে নামছে না। নিজেদের স্কোয়াডের মাঝেই তারা ম্যাচ খেলবে।

শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা 
বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা

মে ২৯
অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া, বাংলাদেশ সময় ভোর ৫টা 
দক্ষিণ আফ্রিকা আন্তঃস্কোয়াড ম্যাচ, বাংলাদেশ সময় রাত ৯টা 
আফগানিস্তান বনাম ওমান, বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা 

মে ৩০:
স্কটল্যান্ড বনাম উগান্ডা, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা 
নেপাল বনাম যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা  

মে ৩১:
নামিবিয়া বনাম পাপুয়া নিউ গিনি, বাংলাদেশ সময় রাত সাড়ে ১টা  
নেদারল্যান্ড বনাম কানাডা, বাংলাদেশ সময় রাত ২টা  
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, বাংলাদেশ সময় ভোর ৫টা  
আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা  
স্কটল্যান্ড বনাম আফগানিস্তান, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা  

জুন ১:
ভারত বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা  

যেভাবে দেখা যাবে প্রস্তুতি ম্যাচ 

মূল আসর শুরুর আগে দলগুলো ১৬টি প্রস্তুতি ম্যাচ খেললেও সেগুলোর সবগুলো সরাসরি সম্প্রচার করা হবে না। মাত্র দুইটি ম্যাচ সরাসরি দেখানো হবে। জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া এবং ভারত বনাম বাংলাদেশের ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং হটস্টারে সরাসরি সম্প্রচার করা হবে। প্রস্তুতি পর্বের এই দুই ম্যাচ হটস্টারে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।

এনডিটিভি/পিআর