ঢাকা , বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

বিউটি ফেস্ট–২০২৪ আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি

জানুয়ারী ৩১, ২০২৪
লাইফস্টাইল
বিউটি ফেস্ট–২০২৪ আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি

এনডিটিভিবিডি ডেস্ক: বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএসওএবি) আয়োজনে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিউটি ফেস্ট–২০২৪। গত ২৯ ডিসেম্বর রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএসওএবির প্রেসিডেন্ট কানিজ আলমাস খান। কনভেনশন সেন্টারের ৩ নম্বর হলে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন। এ আয়োজনে বিউটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছুক সুবিধাবঞ্চিত নারীদের বিশেষ সুযোগ দেওয়া হবে। এই ফেস্টের মূল উদ্দেশ্য দেশের বিউটি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চায় এমন নারীদের সুযোগ তৈরি করে দেওয়া, এমনটাই জানালেন আয়োজকেরা। এ আয়োজনে থাকবে ফ্যাশন শো, সৌন্দর্যচর্চাকেন্দ্রে ব্যবহৃত যন্ত্রপাতির প্রদর্শনী। এ ছাড়া যেসব প্রসাধনী ত্বক ও চুলের পরিচর্যা এবং মেকআপে ব্যবহৃত হয়, সেসব প্রদর্শিত হবে। শুধু দেশের খ্যাতনামা বিউটি এক্সপার্টরাই নন, এ আয়োজনে দেশের বাইরের সৌন্দর্য–বিশেষজ্ঞরাও অংশ নেবেন। দর্শকের সামনে তুলে ধরবেন তাঁদের কাজ। ভিন্নধর্মী এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন বিএসওএবির প্রেসিডেন্ট কানিজ আলমাস খান এবং সেক্রেটারি সুমনা হাসান, বিএসওএবির ইভেন্ট সেক্রেটারি কাজী কামরুল ইসলাম।

বিউটি ইন্ডাস্ট্রিতে অসামান্য ভূমিকা পালনের জন্য বিশেষ পুরস্কার প্রদানের ব্যবস্থা থাকছে এ আয়োজনে।

এনডিটিভিবিডি/৩১জানুয়ারি